।। কুষ্টিয়া কমলাপুর ওয়াজেদ আলী মাদ্রাসার ৬ ছাত্র মঙ্গলবাড়ীয়া বাধের পশ্চিম পাশে গড়াই নদীতে গোসল করতে এসে পানিতে ডুবে নিখোজ একজন। জানা যায়,তারা ৬ বন্ধু আজ শুক্রবার আনুমানিক সকাল ১১ ঘটিকার সময় গড়াই নদীতে গোসল করতে এসে মঙ্গলবাড়ীয়া নামক স্থান হতে সাতার কেটে নদী পার হয়।পরে সাতরিয়ে ফেরত আসার পথে দুই বন্ধু ওপারে থেকে যায় এবং তিন বন্ধু সাতার কেটে পার হতে কিনারের পাশে এসে এক বন্ধু ডুবে যায়।বাকী সব বন্ধুরা খোজাখুজি করে না পেয়ে চিতকার করতে থাকলে স্থানীয় জনগন চলে আসে। জানা যায়, নিখেজ ছাত্রটি কমলাপুর ওয়াজেদ আলী মাদ্রাসার হেফজখানার ছাত্র,কুষ্টিয়া বটতৈল মধ্যপাড়ার রেজাউল ইসলাম এর ছেলে হাসান(১৫)। স্থানীয় জনগনের মধ্যে একজন ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। নিউজ সংগ্রহ কালীন সময়ে নিখোজ মাদ্রাসার ছাত্র উদ্ধার করা সম্ভোব হয় নাই।