‘ঐতিহ্যের পর্যটন, উদ্ভাবনে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে উদ্যোক্তা মেলা ২০২৩ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। উদ্যোক্তা মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক (কুষ্টিয়া) মোহাম্মদ সাইদুল ইসলাম।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্যোক্তা মেলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।