কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০ পিস টাপেনটাডল সহ একজনকে আটক করেছে। ১৪ জানুয়ারী কুমারখালী থানার কাঁচা বাজার নামক স্থানে অভিযান প্ররিচালনা করে শহিদুল ইসলামকে ২০০পিস টাপেনটাডল সহ আটক করা হয়। কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাহাবুবা জেসমিন রুমা (পরিদর্শক) এর নির্দেশনায় মোঃ সানোয়ার হোসেন (উপ পরিদর্শক) এর নেতৃত্বে এ এস আই শেখ গোলাম মোস্তফা ও সিপাই জাহিদুল কে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে। পরে আসামী শহিদুল এর নামে মোঃ সানোয়ার হোসেন (উপ পরিদর্শক) বাধি হয়ে কুমারখালী থানায় এজাহার দায়ের করে।