মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২.৩০টার দিকে রাষ্ট্রপতির পদত্যাগের ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । পরে রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে স্লোগানে স্লোগানে কুষ্টিয়া গণ-অধিকার পরিষদের জেলা অফিস থেকে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কুষ্টিয়া এন এস রোড পাঁচ রাস্তা মোড়,এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাজিজুল, ইসলাম ইমন। গণ অধিকার পরিষদের সভাপতি মুখতারুজ্জামান বেলু। যুব অধিকার পরিষদের সভাপতি জিলহজ খান ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা , পৌর আহ্বায়ক ভিপি রঞ্জু বলেন, ‘‘রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বক্তব্য দিয়েছেন, ‘শেখ হাসিনা পদত্যাগ করেননি।’ এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি তার রাষ্ট্রপতি পদের বৈধতা হারিয়েছেন। তিনি আর রাষ্ট্রপতি থাকার এখতিয়ার রাখেন না। আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য তিনি ষড়যন্ত্র করছেন।’’
তিনি আরও বলেন, ‘শহীদ ভাইদের রক্তের দাগ আমরা এখনো ভুলে যাইনি। শহীদ ভাইদের রক্তের ওপর আওয়ামী ফ্যাসিস্ট ও খুনি হাসিনার সময়ে দেওয়া রাষ্ট্রপতির এমন বক্তব্য ছাত্র-জনতা প্রত্যাখ্যান করেছেন। আমরা অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ চাই। অন্যথায় আবরার ফাহাদের জন্মস্থান থেকে তার পদত্যাগের কঠোর কর্মসূচি দিতে আমরা প্রস্তুত আছি।’
এসময় অন্যান্য বক্তারা বলেন, দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে রাষ্ট্রপতি স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে নতুন নাটক তৈরি করেছে। এতে তিনি রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তাই চুপ্পুর পদত্যাগসহ অনতিবিলম্বে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবি তোলেন গণ-অধিকার পরিষদের নেতৃবৃন্দরা। অন্যথায় দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।