আগামী ৮ ই মে ষষ্ঠ কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কে সামনে রেখে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছে কুষ্টিয়া সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান ও এবারের আনারস প্রতীকের প্রার্থী জনাব আতাউর রহমান আতা।এরই ধারাবাহিকতায় আজ ২৬শে এপ্রিল শুক্রবার ১২ টি পথসভার আয়োজন করা হয়। ১ম পথ সভা অনুষ্ঠিত হয় কুষ্টিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাফিজুর রহমান মিলন মন্ডল এর বাড়ির পাশে।পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আজগর আলী।আরও উপস্থিত ছিলেন আনারস পদপ্রার্থী জনাব আতাউর রহমান আতা, হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান মিলন মন্ডল সহ তৃণমুলের নেতাকর্মীরা।পথসভায় কুষ্টিয়া সদর উপজেলার নানা উন্নয়ন এর কথা তুলে ধরেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও এবারের আনারস প্রতীকের প্রার্থী জনাব আতাউর রহমান আতা। প্রধান অতিথি জনাব আজগর আলী বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আতা কে জয়ী করতে হবে।গত ৫ বছরে কুষ্টিয়া সদর উপজেলায় অনেক উন্নয়নমুলক কাজ করেছেন আতা।সবার জায়গায় নিজেকে ঠিক রেখে আনারস মার্কায় ভোট দিতে বলেন তিনি।তিনি আরও বলেন গত ৫ বছর অনেক খাটনি করেছেন আতা। সবাইকে সাহায্য করার চেষ্টা করেছেন। সবশেষে আনারসের স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন। এবং পরবর্তীতে হরিপুর বাজারের ওপর পথসভা করেন,তারপর পুরাতন কুষ্টিয়া দরগাহ মোড়,শালদাহ সহ আরও অনেক জায়গায় পথসভা করেন।