ঈদ হলো মুসলিম জাতির এক আনন্দপূর্ণ দিন।ঈদ নিয়ে আমাদের সবার মধ্যে একটি অন্যরকম আমেজ কাজ করে। আমরা সবাই এ এই দিনটার অপেক্ষায় থাকি।ঈদ নিয়ে আমাদের কত চিন্তা ভাবনা করা হয়। বাজারের মার্কেট গুলোতে উপচে পড়া ভিড়,কতশত কেনাকাটা।
ডামরায় এর বস্তির ছেলে রনি পেশায় টোকাই।রনিও কিন্তু একজন আমাদের মতোই মানুষ।তার ও ইচ্ছা হয় ঈদে সে নতুন জামা পড়বে।সবার মতো সেও বন্ধুদের সাথে ঘুরবে।কিন্তু আমরা যখন ব্যস্ত নতুন জামা কেনা নিয়ে তখন সে ব্যস্ত তার জীবনের সাথে লাড়াই করে এক বেলা খাবার যোগার করতে।এদের এই দিনটা নিয়ে কোনো ম্যাথা ব্যাথা নাই।তাদের চিন্তা আগামীকাল তারা কোথায় থেকে খাবার যোগার করবে।তারপরেও তারা অনেক খুশি থাকে।তাদের নাই মার্কেটে নতুন জামা কিনার ভিড়,বন্ধদের সাথে নাইট ক্লাবে পার্টি আড্ডা।দিন শেষে আমরা যখন আলিশান কক্ষে ঘুমানোর জন্য প্রস্তুতি নি।তখন তারা রাস্তার ধারে ছালা বিছিয়ে শান্তির ঘুমে হারিয়ে যায়।ঈদের দিন আমরা যখন নামাজ আদায় করে বাহারী খাদ্য খায় বন্ধু বান্ধব দের সাথে সবাই বেড়াতে যায়।তখন তারা ব্যস্ত মানুষের আসায় বসে থাকা নিয়ে। তারাও ঘুরে কিন্তু তাদের ঘুরা আর আমাদের ঘুরার মধ্যে অনেক পার্থক্য।এই ঈদে রনি মতো হাজার ও রনির আর্তনাদ শোনার কেউ নেই।তাই আমরা খেয়াল রাখবো এই ঈদে একটা রনিও যেন তাদের নিত্যদিনের কষ্ট নিয়ে না থাকে। তারাও যেন নতুন জামা পড়ে। আমরা পাশে থাকলেই খুশি থাকবে হাজারও রনি।