কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন যেন মাদক কারবারিদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। ধরমপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার প্রচেষ্টায় ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল আজিজ ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে। আব্দুল আজিজ এলাকার যুব সমাজকে নিয়ে একটি মাদক বিরোধী কমিটি গঠন করেছে। তার আশা এই যুব সমাজকে মাদক বিমুখ করতে পারলে আগামীতে একটি শিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি যুবসমাজদের উদ্দেশ্যে বলেন -“কি এই টাপেন্টা, কি এই মাদক যেটা নষ্ট করে দিচ্ছে আমাদের যুব সমাজকে।নস্ট হচ্ছে পরিবার।।তাই এই মাদক কে নষ্ট করার জন্য মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমাদের ভেড়ামারা উপজেলা, ৫ নং ধরমপুর ইউনিয়ন ও ইউনিয়নের ভাই ও বন্ধুদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাদক দ্রব্য, জুয়া, চুরি এবং বিভিন্ন অপকর্মে জড়িত থাকলে সাবধান হয়ে যান, তা না হলে আর কোন সতর্কতা নয়, সরাসরি তাদের বিরুদ্ধে যথাযথ আইনত ব্যাবস্থা নেওয়া হবে”।
ধরমপুর ইউনিয়নের দক্ষিণ সাতবাড়িয়া গ্রামে মাদকদ্রব্য,মাদক ব্যাবসায়ি, মাদকসেবী এবং জুয়ারী দিন দিন বেড়েই চলেছে। এরা লুডু খেলার নাম করে মানুষের সম্মুখে বসেই চালাচ্ছে তাদের জুয়ার বোর্ড এবং মাদক কম্রকান্ড। এতে দক্ষিণ সাতবাড়িয়া গ্রাম বাসি অতিষ্ঠ হয়ে পরেছে এবং অনেক পরিবার ক্ষতি গ্রস্ত হচ্ছে। আরও আমরা লক্ষ করে দেখতে পারা যায়, সন্ধ্যা হলেই ধরমপুর ইউনিয়নের বিভিন্ন অলিতে গলিতে সবার সামনেই চলছে মাদক ব্যাবসা। আর এই সকল মাদক ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে তুলেছে শক্তিশালী মাদক সিন্ডিকেট। আর এই মাদক সিন্ডিকেটের কাছে পুলিশ প্রশাসন অসহায়। এলাকাবাসীর দাবি অতি শীঘ্রই পুলিশ প্রশাসন এই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে ধরমপুর ইউনিয়নকে মাদক মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।