আবারো “সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা” হিসেবে সম্মাননা পাচ্ছেন কুষ্টিয়ার বিশিষ্ট ব্যাবসায়ী ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অজয় সুরেকা।
২০২১ ২২ কর বর্ষে ” সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা” হিসেবে মনোনীত হন তিনি।
আগামী ২৮ ডিসেম্বর খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হবে।
কর অঞ্চল খুলনার কর কমিশনার মোহাম্মদ সিরাজুল ইসলাম জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আপনার অংশগ্রহণ জাতীয় রাজস্ব বোর্ড কৃতজ্ঞচিত স্বীকৃতি প্রদান করছে। দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য রাজস্ব আহরণে আপনারে অবদান অত্যন্ত প্রশংসনীয় যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
প্রসঙ্গত, এরআগেও সর্বোচ্চ আয়কর প্রদানকারী “করদাতা” হিসেবে পরপর পাঁচ বার সম্মাননা ও সনদপত্র লাভ করেন।