কুষ্টিয়ার খোকসা আমবাগান থেকে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৭ টার দিকে শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর গ্রামের
রাজ্জাকের আমবাগান থেকে লাশ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ।
নিহত হয়েছেন শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর গ্রামের ছবেদ আলীর মেয়ে ফারজানা ইয়াসমিন নিপা(২৮)।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, যৌতুকের দাবীতে নিপাকে দীর্ঘদিন যাবত নির্যাতনের ঘটনায় তার স্বামী রফিকের বিরুদ্ধে মামলা হয়। মামলায় রফিকের জেল ও জরিমানার আদেশ হয়। রায়ের পর থেকেই রফিক আত্নগোপন করেছে বলে জানান তারা। তারা আরো জানান, মঙ্গলবার অনেকবার পার্শ্ববর্তী সদরুল নামের ব্যক্তির ফোন আসে নিপার মোবাইলে। এবং রাত থেকে নিপাকে কোথাও খুঁজে পাওয়া না গেলে সকালে স্থানীয়দের সংবাদে তাদের বাড়ির অদুরে রাজ্জাকের আমবাগান থেকে নিপার মরদেহ উদ্ধার করা হয়।
খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, আমবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে তেমন আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।aa