কুষ্টিয়ার খোকসা উপজেলা চেয়ারম্যান (আন্তঃজেলা) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯) জুলাই বিকেল সাড়ে ৪ টাই খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় নিলফামারী জেলা একাদশ বনাম মেহেরপুর জেলা একাদশ অংশগ্রহণ করেন।
এ খেলায় খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি।
খেলায় হাজার হাজার দর্শক রোদ-বৃষ্টি ঊপেক্ষা করে খেলা উপভোগ করেন। জায়গা না পেয়ে বিভিন্ন স্কুল,মসজিদ,ব্যাংক, বিল্ডিং এর ছাদে অবস্থান নেন। খেলার প্রথম ধাপে নিলফামারী জেলা ০১ গোল দিয়ে এগিয়ে যায় । দ্বিতীয় ধাপের শুরু থেকে আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে চলে ম্যাচ। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে মেহেরপুর ০১ গোল, দিয়ে খেলাটি ট্রাইব্রেকারে ভাগ্য নির্ধারণ করেন । ট্রাইব্রেকারে ৪-৩ গোলে মেহেরপুর জেলা, একাদশকে হারিয়ে শিরোপা অর্জন করে নিলফামারী জেলা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু,খোকসা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, জানিপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান মজিদ, জয়ন্তী হাজরা ইউপি চেয়ারম্যান আব্দুস শকীব খান টিপু, আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, সাবেক যুবলীগের আহবায়ক আবু ওবায়দা সাফি,ছাএলীগ,সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী।
খোকসা উপজেলা চেয়ারম্যান (আন্তঃজেলা) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (২০২৩) ১২ জুলাই উদ্ধোধনী করা হয়। খেলায় ৮ টি ফুটবল দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে ৭০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৫০ হাজার টাকায় পুরষ্কৃত করা হয়।