কুষ্টিয়া চৌড়হাস মতি মিয়ার রেল গেইট এলাকায় সাইফুল ইসলাম সুমন (২৭) নামে এক যুবককে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে গিয়ে হত্যার চেষ্টায় পিঠিয়ে যখন করেছেন উপজেলা রোডের চেয়ারম্যান গলির মোঃ বাকির আলির ছেলে রবিন (২৬) মোঃ রাহিম (২৭), পিতা- অজ্ঞাত, সাং- উপজেলা সড়ক, চেয়ারম্যানের গলি, মোঃ সুরুজ (২৭), পিতা- মোঃ ফিরোজ, সাং- জগতি কালিমন্দির, থানা ও জেলা- কুষ্টিয়া ৪। মোঃরায়হান(২৬), পিতা- অজ্ঞাত, সাং- উদিবাড়ী, থানা ও জেলা- কুষ্টিয়া, আরও ১/২ জন অজ্ঞাত ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা যায় আজ অদ্য ০৮/০৬/২০২৩ খ্রিঃ আনুমানিক বিকাল ৪.৩০ ঘটিকার সময় ১ নং আসামি রবিন মোবাইল ফোনের মাধ্যমে কাজের বাহানাই আমাকে মতি মিয়ার রেল গেইট আসতে বললে আমি সরল মনে এবং কোন সংকোচন ছাড়ায় ১নং বিবাদীর কথামত রেল গেইট এর উপর যায়। যাওয়ার সাথে সাথে আমার উপর অতর্কিত ভাবে উপরোক্ত বিবাদীগণ কাঠের বাটাম এবং কিল ঘুষি মারতে থাকে, এতে আমার শরীরে বিভিন্ন স্থানে ফোলা জখম সৃষ্টি করে, এবং আমার শরীরে থাকা জামা কাপড় ছিড়ে দেয় । স্থানীয়দের সহযোগিতায় আমি তাদের হাত থেকে পালাতে সক্ষম হয় এবং কুষ্টিয়া মডেল থানায় শ্বশরীরে হাজির হয়ে আমার জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করি। এ সময় ভুক্তভোগী মোঃ সাইফুল ইসলাম সুমন বলেন এই রবিন এর বিরুদ্ধে আগেও বিভিন্ন ব্যক্তিকে মারধরসহ বিভিন্নভাবে হয়রানির অভিযোগ রয়েছে এবং এরা কিশোর গ্যাং এর সাথে জড়িত আছে বলে তিনি দাবি করেন।