কুষ্টিয়ার মিরপুরে বিষপানে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার (০৪ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা এলাকায় বিষপানের ঘটনায় রাত ১০টা ৫০ মিনিটে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মৃত্যুর ঘটনা ঘটে।
আত্মহত্যায় নিহত যুবকের নাম কাজল।সে মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা এলাকার রফিজ উদ্দিনের ছেলে।নিহত কাজল দিন মজুরির কাজ করতো।
স্থানীয় সুত্রে জানা যায় -নিহত কাজল রবিবার সন্ধ্যায় বাবা মার সাথে অভিমান করে সবার অজান্তে বিষপান করে।রাত ১০টার দিকে বিষের প্রতিক্রিয়া মারাত্মক আকার ধারণ করলে সে তার পরিবারকে বিষ খেয়েছে বলে জানায়।পরিবারের লোকজন তাৎক্ষণিক মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বিষ তোলার একপর্যায়ে সে মারা যায়।
এবিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান-এ সংক্রান্তে মিরপুর থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।