কুষ্টিয়া জেলা দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত-
গতকাল ১৯/৫/২০২৩ শুক্রবার সকাল ৯ ঘটিকায় আর কারীম মিলনায়তনে জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলী এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাম্মদ গোলাম তাওহীদ এর পরিচালনায় দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী৷
তারবিয়াতে জেলার সকল উপজেলা,পৌর এবং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন,” সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামই একমাত্র কার্যকর পন্থা। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে ইসলামী হুকুমত কায়েমের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”