কুষ্টিয়ায় শালিশ না মেনে গায়ের জোরে জমি দখলের চেষ্টা চালিয়েছে একদল মাদকসেবি। এসময় বাধা দিতে গেলে জমির মালিক জুয়েল রানার চাচা ইদ্রিস আলীর উপর হামলা চালায় মাদকসেবীরা। এসময় ইদ্রিসকে বাচাতে তার ভাই সাইফুল ইসলাম(৫৮) এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করা হয়। এই ঘটনায় মিরপুর থানায় একই এলাকার সাইদুল ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েক জনের নামে মামলা দায়ের করা হয়। মামলার পরে প্রধান আসামী সাইদুল মিথ্যা নাটক সাজিয়ে উল্টো সেই ভুক্তভুগী জুয়েল রানা ও তার চাচাকে বিভিন্ন ভাবে হত্যার হুমকি দেয়াসহ নানা ভাবে হয়রানি করছে ।
গত ১০ মে বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চাড়ুলিয়া গ্রামে ওই ঘটনা ঘটে । বর্তমানে হামলাকারীদের ভয়ে জীবনের নিরাপত্তাহিনতায় ভুগছে ভুক্তভুগীরা।
বিষয়ে জানতে চাইলে ভুক্তভুগী মিরপুর উপজেলার চাড়ুলিয়া গ্রামের হাসেম আলীর ছেলে জুয়েল রানা জানান, পৈত্রিক সুত্রে এবং ক্রয়সুত্রে চারুলিয়া মৌজার ৯৬.৬৮ শতাংশ জমি প্রাপ্ত হয়ে খারিজে এবং খাজনা পরিশোধ করে ভোগদখল করে আসছি। কিন্তু গত চার বছর আগ থেকে কোন কাগজ পত্র না থাকার পর ও আমার জমি বিভিন্ন ভাবে দখলের চেষ্টা করে আসছে একই এলাকার প্রতিবেশি সাইদুল ইসলাম। এনিয়ে আমাদের সাথে তার বিরোধ চলে আসছিলো। জমির বিষয়টি নিয়ে এর আগে স্থানীয় ইউনিয়ন পরিষদ সহ কয়েক স্থানে এলাকার মুরুব্বীদের নিয়ে শালিশ হয়। কিন্তু শালিশের যে সিদ্ধান্ত তা তারা মানতে চান না। আবার সঠিক কাগজ দেখাতে না পারায় তারা আদালতের ১৪৪ ধারায় মামলা করার পরও তাদের পক্ষে কোন রায় আনতে পারেনি। কিন্তু পেশি শক্তি খাটিয়ে তারা আমার জমি দখলের চেষ্টা করে আসছে। এসব বিষয়ে বাধা দেওয়া তাদের সাথে আমাদের বিরোধ চলে আসছিলো।
এরই জের ধরে গত বৃহস্পতিবার সকালে আমার চাচা ইদ্রিস আলী(৪৪) বাড়ীর সামনে দাড়িয়ে থাকা অবস্থায় সাইদুলের ছোট ভাইয়ের মেয়ে মামলার ৭নং আসামী বিথী খাতুনে নির্দেশে সাইদুল সহ ১২/১৫ জন মাদক সেবী ইদ্রিসের উপর হামলা চালায় হামলা থেকে ইদ্রিসকে বাচাতে তার ভাই সাইফুল ইসলাম এগিয়ে আসলে হমলাকারীরা তাকেও কুপিয়ে আহত করে। এসময় ইদ্রিসের চিৎকারে তার স্বজনরা এগিয়ে এলে জুয়েল এবং ইদ্রিসকে হত্যার হুমকি দিয়ে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় সাইফুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তী করা হয়।
জুয়েল আরো বলেন, হামলাকারীরা সবাই মাদক বিক্রেতা এবং সেবি । তারা গায়ের জোরে আমাদের জমি দখলের চেষ্টা করছে। বাধা দিতে গেলে হামলাসহ গালিগালাজ করে। আমরা এর সঠিক বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাইদুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এমনি তার মুঠো ফোন ও বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, চারুলিয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে একটি হামলার ঘটনা ঘটে। এবিষয়ে উভয় পক্ষে থেকে মামলার আবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে। দায়ি ব্যাক্তিদের আটকের জন্য কাজ করছে পুলিশ।