কুষ্টিয়া কুমারখালী তেবাড়িয়া গোরস্তান সংলগ্ন বায়তুন নাজাত আদর্শ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা আজ শুভ উদ্বোধন করা হয়।বিশেষ মেহমান হিসেবে উপস্থিতি ছিলেন এ্যাড.আকমল হোসেন।
প্রতিষ্ঠাতা সভাপতি : হাতেজান নেছা বয়স্ক বিদ্যালয় চড়াইকোল কুমারখালি
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
মুফতি আব্দুল হামিদ, সভাপতি কুষ্টিয়া জেলা উলামা পরিষদ ও মাও: আব্দুল হাকিম
আরো উপস্থিত ছিলেন
হাজী শহিদুল ইসলাম, হাজী আব্দুল কুদ্দুস শেখ, মোহাম্মদ আকামদ্দিন আকাই সহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান পরিচালনা করেন
মাওঃ মুহাম্মদ আব্দুল মালেক প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদরাসা ও ইমাম ঝাউতলা জামে মসজিদ। পরিচালক আরো বলেন মহান আল্লাহ তায়ালার রহমতে ও জনগনের সার্বিক অনুদানে আজ মাদরাসার কাজ এ পযন্ত করতে পেরেছি এখনো অনেক কাজ বাকি আছে বলে তিনি জানান। তিনি এলাকা বাসির কাছে মাদরাসার সাহায্যর জন্য হাত বাড়িয়ে দিতে বলেন। বায়তুন নাজাত আদর্শ হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার শুভ উদ্বোধন অনুষ্টানে অংশ গ্রহন করেন কুষ্টিয়া জেলার কুমারখালীর সর্বস্তরের শ্রেণির ও পেশারের মানুষ আল কুরআনের হাফেজ সহ মুসল্লি গন, ব্যবসায়ী গন, রাজনীতিক গন, শিক্ষক গন, এলাকার গন্যমান্য ব্যাক্তি গন । পরিশেষে এলাকা বাসির মা, বাবা, দাদা, দাদী,নানা,নানি সন্তান মৃত্যু ব্যাক্তির উদ্দেশ্য দোয়া ও ইফতারির মধ্যে দিয়া শেষ করা হয় মাদরাসার শুভ উদ্বোধন।