কুষ্টিয়া কুমারখালী উপজেলা হাসপাতালে ৩০ মার্চ, ২০২৩ এ স্বাস্থ্যসেবায় নতুন মাইল ফলকের সূচনা হয়েছে। সরকার নির্ধারিত ফি ৩০০ টাকার বিনিময়ে কুমারখালী উপজেলার সাধারন জনগণ এখন থেকে কুমারখালী উপজেলা হাসপাতালেই দুপুর ৩.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিতে পারবেন । আজ কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,কুষ্টিয়া তে বৈকালিক স্বাস্থ্য সেবা কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সম্মানিত সিভিল সার্জন স্যার ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম এবং অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সভাপতিত্ব করেছেন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মানিত UHFPO
ড. মো: আকুল উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ , মেডিকেল অফিসারগণ , নার্স,অন্যান্য কর্মচারী এবং কুমারখালীর গণ্যমান্য ব্যাক্তি গন।
উল্লেখ্য যে , বৈকালিক স্বাস্থ্যসেবা প্রদান করবেন
নিম্নোক্ত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ ।
১) ডা. মো: মঈন উদ্দিন ( কনসালটেন্ট – মেডিসিন বিশেষজ্ঞ)
২) ডা: মোহাম্মদ আরোজুল্লাহ ( কনসালটেন্ট – অর্থোপেডিক্স বিশেষজ্ঞ)
৩) ডা: সুমনা আফরীন ( কনসালটেন্ট – গাইনী-অবস্ বিশেষজ্ঞ )
৪) ডা: শামীমা আক্তার ( সহকারী সার্জন – গাইনী-অবস্ বিশেষজ্ঞ)
৫) ডা: মো: আব্দুল মোমিন ( সহকারী সার্জন- মেডিসিন বিশেষজ্ঞ)
৬) ডা: মো: কাজী রুহুল আলম ( সহকারী সার্জন – মেডিসিন )
কুমারখালী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এর বৈকালিক স্বাস্হ্যসেবা গ্রহন করে সরকারে এই অনন্য কর্মসূচি সফল করার জন্য সাধারন জনগণের সহায়তা একান্ত কাম্য মনে করেন হাপাতালের কতৃপক্ষ।