কুষ্টিয়া মেহেরজান রেস্টুরেন্ট এর সামনে ১০ কেজি গাঁজা সহ এক নারীকে আটক করেছে কুষ্টিয়া সদর থানা পুলিশ। গতকাল দুপুর ১ ঘটিকার সময় সংবাদ আসে দৌলতপুর থেকে এক নারী মাদক নিয়ে বর্তমানে কুষ্টিয়া মেহেরজান রেস্টুরেন্ট এর সামনে অবস্থান করছে। কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ারের নির্দেশে এস আই সূফল কুমার ও এস আই জিন্নাহ তৎক্ষণাৎ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় নির্জন রেস্টুরেন্টের সামনে থেকে যোগাযোগ সহ এক নারীকে আটক করে। আটককৃত নারীর নাম মোছা:রুপালী বেগম(৩২) স্বামী:মো:জমির মালিথা,পিতা:মৃত আলাউদ্দীন সাং:আল্লারদর্গা কল্যাণপুর বটতলা থানা:দৌলতপুর জেলা কুষ্টিয়া এই বিষয়ে এস আই জিন্নাহ এর সাথে কথা বললে তিনি জানান , আমরা গোপন সুত্রে খবর পাই কুষ্টিয়া মেহেরজান রেস্টুরেন্টের সামনে এক মহিলার কাছে মাদক আছে।আমরা তক্ষনাত অভিযান চালিয়ে এক নারীকে ১০ কেজি গাঁজা সহ আটক করি।তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মাদক মামলায় এজাহার দায়ের করা হয়েছে।