কুমারখালী ওয়েলফেয়ার এসোসিয়েশন উদ্যোগে শিক্ষা উপকরণ সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি শুক্রবার কুমারখালী মথুরনাথ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার মহাসচিব আব্দুর রহমান। এনামুল হক বাবুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ লেঃ কর্ণেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ মোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিকন ফার্মাসিউটিক্যাল লিঃ এর এস ভি পি মোহাম্মদ শফিউল ইসলাম। অনুষ্ঠানে
৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬জন করে শিক্ষার্থী ১জন শিক্ষক অংশ নেয়। ২০০৪ সাল হতে এই সংস্থা কায্যক্রম শুরু করে এবছর ১৯তম অনুষ্ঠান বাস্তবায়ন করলো। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শরীফ হোসেন, এ্যাডঃ আকমল হোসেন, অধ্যাপক শিশির কুমার রায়, সাবেক শিক্ষক আব্দুল মুত্তালিব মিয়া, অধ্যাপক জিল্লুর রহমান, নারীনেত্রী
মমতাজ বেগম।
আরো উপস্থিত ছিলেন
অধ্যাপক জিল্লুর রহমান মধু,প্রফেসর আবদুল আওয়াল, জবাব সলেমান বি: জনাব নজরুল ইসলাম, আ: গফফার সহ অনেক গুনিজন।
অনুষ্ঠানে ৬জন প্রতিবন্ধীকে হুইল চেয়ারও ৫ জন অসহায় নারীকে সেলাই মেশিনও প্রদান করা হয়। এসময় ৪জনগুণীজন ও ১টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড।