কুষ্টিয়ার কুমারখালীতে নিজ বাড়িতে টিউবওয়েল সংস্কার করতে গিয়ে শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত রহিম শেখ এর ছেলে মো. রানা শেখ (৪০)। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
নিহতের ভাই রোকন উদ্দিন জানান, তার ভাই গত ১মাস আগে সরকার থেকে একটি টিউবওয়েল পান। কিন্তু টিউবওয়েলে ঠিক মতো পানি না উঠায় বৃহস্পতিবার বিকেলে তার ভাই রানা নিজেই টিউবওয়েলটি মেরামত করার জন্য গর্ত করতে থাকে। গর্ত করতে করতে নিচে নেমে গেলে উপরের বালি মাটি ভেঙে তিনি চাপা পড়েন। এসময় পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।