কুষ্টিয়া গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই স্লোগান সামনে রেখে। কুষ্টিয়া জেলা কার্যালয়ে গণঅধিকার পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মুক্তরুজ্জামান বেলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব খালেকুজামান, যুব অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা আহ্বায়ক মোঃ জিলহজ খান, সদস্য সচিব, খন্দকার মিনহাজুল হক পাপ্পু ,জিয়াউর রহমান, শ্রমিক অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মিলন মালিথা,, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার ছাত্র নেতা রাজিজ্জুল , বিপ্লব, সাকিব আহমেদ সবুজ, বেল্লাল খান সহ গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।