বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুর ৩টায় কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মুমতাজুল উলূম মাদ্রাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা ও অঙ্গ সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখা, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ।
এর আগে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মামুনুল হকের হাতে স্বপথ বাক্য পাঠ করার মাধ্যমে আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সোমবার বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখায় নির্বাচিত হয়েছেন সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, সিনিয়র সহ-সভাপতি মুফতী রেজাউল করিম,ক্বাজী রেজাউল হক, মাওলানা আব্দুল খালেক, মাওলানা উবাইদুল্লাহ, মাওলানা আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী সাব্বির আহমাদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল্লাহ খালিদ, মাওলানা হাবিবুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা হাসান মুরাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মহসিন আলী, সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফেজ সাব্বির আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ইলিয়াস শাহ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল মতিন, সমাজ কল্যাণ সম্পাদক মুফতী বসির উদ্দিন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মুফতী আলমগীর হোসেন, সদস্য হাফেজ শাকিরুল ইসলাম সহ ৩১সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
সর্বোপরি দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে আলোচনা সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠান সমাপ্ত হয়।