কুষ্টিয়া সুগার মিলের ভার*প্রাপ্ত এমডি হাবিবুর রহমানের স্ত্রীর আদেশে লেবু পারতে গিয়ে সিকি*উরিটি অশোক প্রামানিক নি*হ*ত হয়েছে বলে জানায় অশোকের সহকর্মীরা।
নাম প্রকাশে অনি*চ্ছুক সহকর্মীরা বলেন যে,অশোক লেবু পারতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে নিহত হয়েছে । সুগার মিলের ভারপ্রাপ্ত এমডি হাবিবুর রহমান তিনি সুগার মিল এরিয়াতে যতগুলো লেবু গাছ আছে সেই গাছে লেবু গুলো গুনে একটি নথি করে রাখতেন।
আর নথি অনুযায়ী গাছে লেবু না থাকলে বা লেবু গাছে কোন সিকিউরিটি হাত দিলে তার সে দিনকার হাজিরা কেটে রাখা হয় বলে জানায় নাম প্রকাশে অনিচ্ছুক সিকিউরিটি ও অন্যান্য কমচারীরা??। কারণ নাম প্রকাশ করলে তাদের চাকরির ওপরে প্রভাব খাটাবে এমডি। অশোক প্রমানিক নিহতের দিন তিনি সবাইকে জ্বালানি সংগ্রহের কথা বলে ছিলো সেটি সম্পূর্ণ মিথ্যা বলে অশোকের নিথর দেহ পড়ে থাকা ছবিতে ফুটে উঠেছে।
ঘটনার অনুসন্ধানের জন্য ঘটনা স্থানে গেলে দেখা যায় যে, অশোকের নিথর দেহ লেবার অফিসের টিনের চালের ওপর পড়ে আছে। নিহতের হাতে বা ওই টিনের চালের ওপর কোন জ্বালানির চিহ্ন কিন্তু ছবিতে ফুটে উঠছে না। যে স্থানে অশোকের দেহ পড়ে ছিল সে লেবার অফিস থেকে আর একটি লেবার অফিসের মাঝে ফাঁকা ছিল ৫/৬ ফিট সেখানে ঝাপিয়ে যাওয়া অসম্ভব ছিল। সে লেবার অফিসের টিনের ওপরে জ্বালানি ছিল।
অশোক নিহতের বিষয়ে সুগার মিলে এমডির বক্তব্য নিতে গেলে তিনি সাংবাদি*কদের অফিসে প্রবেশ করতে নিজে দাঁড়িয়ে সুগার মিলের গেট থেকে বাধা প্রদান করেন।