“ইউথ সোসাইটি লাহিনী” নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে। গতকাল বুধবার লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ে এই ফ্রি ক্যাম্পেইন আয়োজন করা হয়। ইউথ সোসাইটি লাহিনী এর আয়োজনে ডঃ মুহাম্মদ সাজিবুল হক (MBBS) রোগী দেখেন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত মোট রোগী দেখেন ১২০ জন,এর মধ্যে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ছিলেন ১৫ জন। ড: মোহাম্মদ সাজিবুল হকের সহযোগিতায় ছিলেন দুইজন নার্স ও ইউথ সোসাইটি লাহিনী এর স্বেচ্ছাসেবী কর্মীরা।
বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষ আমাদের জানিয়েছে, দেশের এই পরিস্থিতিতে সাধারণ জনগণ অসহায় হয়ে পড়েছেন। নিম্ন আয়ের মানুষের চোখে মুখে হতাশা দেখা গিয়েছে। নিম্ন আয়ের মানুষ যারা দিন আনে দিন খায় তাদের পক্ষে ৭০০/৮০০ টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখানো সম্ভব ছিল না। এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুবই খুশি।
চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তারদের বিরুদ্ধে। তারা বলেন সরকারি হাসপাতালে মাত্র পাঁচ টাকা টিকিটে ডাক্তার রোগী দেখেন কিন্তু সেই রোগী দেখা আর না দেখা সমান কথা। কারন হিসেবে তারা বলেন সরকারি হাসপাতালে ডাক্তাররা আমাদের সমস্যার কথা ঠিক মতো শোনেন না এবং ডাক্তারের সাথে ঠিকমত কথাও বলা যায় না । ডাক্তারের পাশে থাকা এসিস্ট্যান্ট বলেন অমক ক্লিনিকে আসেন বিস্তারিত শুনবো, এখানে এতো সময় নাই।
ডাক্তার মোঃ সাজিবুল হক সাংবাদিকদের জানান “ইউথ সোসাইটি লাহিনী” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন কয়একদিন আগে আমার কাছে আসে এবং এই ক্যাম্পেইনের কথা আমাকে জানান এবং আমি কোন চিন্তা ভাবনা না করেই তাদের এক কথায় এই মানবতার কাজে রাজি হয়ে যায়। তিনি আরো বলেন এই মানবতার কাজে যুক্ত হতে পারলে আমার খুবই ভালো লাগবে।
এই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা জানান, আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। দেশের এই ক্লান্তি লগ্নে গরিব-দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।