কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ জায়গা ডিসি কোর্ট। সেই কোর্টের ভিতরের রাস্তায় যেই রাস্তায় সাপ্তাহিক পাঁচ দিন সকাল থেলে বিকেল পর্যন্ত উপচে পড়া মানুষের চলাচল। সেই রাস্তার এক পাশ পন্ধ করে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে সিএনজি। দেখে মনে হবে এটা কোন সিএনজি স্ট্যান্ড। রাস্তার একপাশ সিএনজি বন্ধ করে রাখার কারণে মানুষের চলাচলের বিঘ্ন ঘটছে।
কয়েকজন পথচারীর সাথে কথা বলার পরে তারা বলছে, ডিসি কোর্টে আমরা গুরুত্বপূর্ণ কাজের জন্য আসি, আমাদের অনেক তাড়াহুড়া করে চলতে হয়, কিন্তু এই সিএনজি গুলা রাস্তা বন্ধ করে যেভাবে দাঁড়িয়ে থাকে, তাতে আমাদের চলাচল করতে খুবই অসুবিধা হয়। পথচারীরা আরো বলেছে সিএনজি থাকবে নির্দিষ্ট একটি পার্কিং স্থানে, সিএনজি কেন কোর্টের ভিতরের রাস্তা ব্লক করে দাঁড়িয়ে থাকবে। এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় এভাবে সিএনজি রাস্তা ব্লক করে
দাঁড়িয়ে থাকে এটা দেখার মত কি কেউ নেই।
ডিসি কোর্টের ভিতরে রাস্তার আশেপাশে যে সকল দোকান রয়েছে, কয়েকজন দোকানদার অভিযোগ করেছে, সিএনজি অর্ধেক রাস্তা ব্লক করার কারণে ডিসি কোর্টে আসা মানুষের চলাচলের বেশ অসুবিধা হয় এবং একটা কাস্টমার আমাদের দোকানে কিভাবে ঢুকবে সেটার কোন রাস্তা থাকে না। আমরা বেশ কয়েকবার সিএনজি ওয়ালাদের নিষেধ করার পরেও তারা এখান থেকে সরে না। উল্টো আমরা কিছু বলতে গেলে আমাদের সাথে ঝামেলা করে।
ডিসি কোর্টের ভিতরে বেশ কয়েকটি মোটরসাইকেল এর পার্কিং স্থান রয়েছে। যদি একান্তই প্রয়োজন হয় মোটরসাইকেলের পার্কিং স্থানের মতই সিএনজির স্ট্যান্ড করে দেয়া উচিত। তাহলে ডিসি কোর্টে আসা সাধারণ জনগণের চলাচলে আর বাধা সৃষ্টি হবে না। ডিসি কোর্টের ভিতরে থাকা দোকানদার এবং সাধারণ জনগণের চলাচলের ক্ষেত্রে তারা স্বস্তি ফিরে পাবে।
ট্রাফিক পুলিশের টি আই ওয়ান ফখরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে টি আই জানিয়েছে বিষয়টি আমরা আমলে নিয়েছি, আমরা যথাযথ ব্যাবস্থা নিবো।