কুষ্টিয়ার দৌলতপুরে এক নারী চিকিৎসককে উত্ত্যক্ত ও হয়রানি করার অভিযোগে সাগর (২৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত সাগর দৌলতপুর থানা বাজার এলাকার বিপ্লব আজাদের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে এক নারী চিকিৎসক কর্তব্য পালনকালে সাগর নামে স্থানীয় এক বখাটে যুবক তাকে নানাভাবে হয়রানি ও উত্ত্যক্ত করে। ঘটনটি উপজেলা প্রশাসনকে জানানো হলে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে এক বছরের বিনাশ্রম করাদন্ড দেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে নারী চিকিৎসক চিকিৎসা দেওয়ার সময় সাগর নামে স্থানীয় এক যুবক তার সামনে দাড়িয়ে ওই চিকিৎসককে নানাভাবে হয়রানি ও উত্ত্যক্ত করে। এরআগেও ওই যুবক একই ঘটনা ঘটালে তাকে কয়েকবার মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
ঘটনাটি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের কারাদন্ড দিয়েছেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ জানান, দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের এক নারী চিকিৎসককে হয়রানি করার অভিযোগে এক যুবককে এ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।