ম্যানেজমেন্ট অ্যালামনাই এসোসিয়েশন, কুষ্টিয়া সরকারি কলেজের উদ্যোগে ইফতার দোয়া ও মানবিক সহায়তা প্রদান ৭ এপ্রিল রবিবার স্থানীয় খেয়া রেস্তোঁরায় অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সরকারি কলেজের সদ্য সাবেক প্রিন্সিপাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর প্রফেসর কাজী মনজুর কাদির এর সভাপতিত্বে ও সাবেক শিক্ষার্থী শামীম রানার পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর সদ্য সাবেক বিভাগীয় প্রধান, বর্তমানে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর আব্দুল মতিন, কুষ্টিয়া সরকারি কলেজ ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন, সহকারি অদ্যাপক আতিকুজ্জামান, প্রভাষক জহির রায়হান ও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ২০০১/২ সেশনের শফি উদ্দিন শফিক।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কুষ্টিয়া সরকারি কলেজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। শতাধিক সাবেক শিক্ষাথীদের স্বতস্ফুর্ত উপস্থিতি একটি মিলন মেলায় পরিণত হয়। তারা জেলায় ও জেলার বাইরে বিভিন্ন সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
অনুষ্ঠানের সভাপতি সাবেক প্রিন্সিপাল প্রফেসর কাজী মনজুর কাদির বলেন ম্যানেজমেন্ট অ্যালামনাই এসোসিয়েশনকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে হবে, যেন সবার সাখে সবার নিয়মিত যোগাযোগ থাকে।
সম্মানিত অতিথি ঝিনাইদহ সরকারি কেসি কলেজে ভাইসপ্রিন্সিপাল প্রফৈসর আব্দুল মতিন বলেন ম্যানেজমেন্ট অ্যালাম গঠনে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে যে কোন প্রয়োজনে পাশে থাকবো।
সংক্ষিপ্ত মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাবেক শিক্ষার্থীরা বলেন এই জেলার মানুষ হিসেবে তারা কুষ্টিয়া সরকারি কলেজ, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অধ্যয়ন করেছেন। তারা সবাইকে নিয়ে একটি বৃহৎ আ্যলামনাই প্রতিষ্ঠা করতে চান। যা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বিভিন্নভাবে কাজে আসবে।
ম্যানেজমেন্ট অ্যালামনাই এসোসিয়েশন, কুষ্টিয়া সরকারি কলেজ ২০০৫/৬ সেশনে শিক্ষার্থীদের আয়োজনে এসোসিয়েশনের উদ্যোক্তাদের অন্যতম, নিজাম উদ্দিন, এসআই মোস্তাফিজুর রহমান, সার্জেন্ট সাজ্জাদ, ব্যাবসায়ী শাহীন, খয়বার আলী, মোস্তাফীজুর রহমান পিন্টু, সরকারি চাকুরীজীবী মুরাদ ও সাংবাদিক শামীম রানা , কুষ্টিয়ার প্রায় ৫ হাজারেরও বেশী শিক্ষার্থী কুষ্টিয়া সরকারি কলেজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ালেখা করেছেন। তারা কেউ কুষ্টিয়াতে, কেউ কুষ্টিয়ার বাইরে কর্মক্ষেত্রে রয়েছেন। আমাদের বৃহৎ পরিকল্পনায় এই এসোসিয়েশন সবাইকে একটি প্লাটফরমে নিয়ে আসতে হবে।সদস্য সংগ্রহের সিদ্ধান্ত হয়।
অনুষ্ঠানে ১০ বাছাইকৃত এতিম অসহায় ও বিধবাদের পোশাক ও খাদ্য সহায়তা করা হয়। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর সাবেক শিক্ষার্থী আলমগীর, সুজন, বাবন, আরিফ, সোহেল, জাহিদুল, শাহীন, ইকরাম,লিটন,লিজা, রাতুল, মোস্তাফিজ, রুমি, মুহিদুল,পান্না, নাজিউল, পারভেজ, স্বপন, শাহরিয়ার রোহান, বিপুল, জনি জান্নাতুল আফরিন অতনু, তরুন হোসেন ও তরিকুল ইসলাম