জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম(বার) পুলিশ সুপার, কুষ্টিয়া(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয় এর নির্দেশনায় ও জনাব মোঃ তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের তত্বাবধায়নে এবং মোঃ মাহফুজুল হক চৌধুরী পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার নেতৃত্বে, এসআই(নিঃ)/ সুলতান মাহমুদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া ইং-১৯/০৩/২০২৪ তারিখ রাত ০০.০৫ ঘটিকায় কুষ্টিয়া সদর থানাধীন বটতৈল মোড়পাড়া সাকিনস্থ জনৈক মোঃ রেজা শেখ (৩৫), পিতা-মোঃ তোফাজ্জেল হোসেনের ওয়াকসপ এর সামনে বটতৈল মোড় হইতে পোড়াদহ গামী পাকা রাস্তার পাশে হইতে আসামী ১। মন্টু প্রামানিক (৩৫), পিতা-নাদের প্রামানিক, সাং-কুমারগাড়া (পূর্বপাড়া), ২। সাফিউর রহমান বাধন (২৭), পিতা- মেজবাহুর রহমান, মাতা-সালমা খাতুন, সাং-পিয়ারপুর (ক্লাব মোড়), উভয় থানা ও জেলা-কুষ্টিয়াদ্বয়ের হেফাজত হতে (৭০+৩০)=১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন। এ সংক্রান্তে কুষ্টিয়া সদর থানার ,এফআইআর নং-২৩, তারিখ- ১৯ মার্চ, ২০২৪; জি আর নং-৯৭, তারিখ- ১৯ মার্চ, ২০২৪; সময়- সকাল ০৭.১৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; নিয়মিত মামলা রুজু হয়।