কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় অবস্থিত হালিমা বেগম একাডেমীর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। হালিমা বেগম একাডেমীর প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বশির উদ্দিন বাচ্চু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক রশিদ কুমার পাল ,সহকারী শিক্ষক রুকাইয়া মমতাজ, শরিফা সুলতানা , ফাহমিদা পারভীন, সিরাজুল ইসলাম, শাহিনুল ইসলাম, ইলিয়াস হোসেন খান ,এনামুল হক মনিরুল ইসলাম প্রমুখ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন।