কুষ্টিয়া জেলা কুমারখালী ওলামা পরিষদ উদ্যোগে আজ ১৮ সেপ্টেম্বর কুমারখালী মোহাম্মাদিয়া হিরা হাফিজিয়া মাদরাসায় এ মিটিং অনুষ্ঠিত হয়।
সিরাতুন্নবী (সা:) উপলক্ষে আগামী ২৮ শে সেপ্টেম্বর, প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে জরুরী মিটিং আহ্বান করা হয়েছিল
আলহামদুলিল্লাহ,
অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন এবং কাজ বন্টন করে দায়িত্ব দেয়া হয়েছে।
১/ মাও: হা:দেলোয়ার হোসাইন মাজহারী
২/ মুফতি আব্দুস সালাম ৩/ মুফতি ওমর ফারুক কাসেমী
৪/ মাও.আব্দুল মালেক
৫/ হাফেজ তাওসিফুর রহমান সাদী
৬/ মুফতি আব্দুল হাদী ৭/ হাফেজ জোবায়ের আহমেদ
৮/ হাফেজ খালেদ সাইফুল্লাহ
৯/ মাও. মাসুদুর রহমান ১০/ হাফেজ ফিরোজুল আলম
১১/ হাফেজ আব্দুর রাজ্জাক
১২/ মাও. আবু রায়হান মাহমুদী
১৩/ হাফেজ শাহাদাত হোসাইন
১৪/ হাফেজ ইমরান হোসাইন
১৫/ মুফতি অলিউল্লাহ ১৬/ মুফতি আহসান হাবিব
১৭/ হাফেজ রুহুল আমিন
১৮/ মাও. আমিরুল ইসলাম
১৯/ মাও. আব্দুস সালাম
২০/মুফতি কাওছার আহমদ
২১/ মুফতি শিহাব উদ্দিন
২২/ হাফেজ মনিরুল ইসলাম।
সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।