কুষ্টিয়ার খোকসায় শহীদ কর্নেল আবু তাহের (বীরউত্তম) এর ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টায় খোকসা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ শাখার আয়োজনে উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কর্ণেল আবু তাহেরের দীর্ঘ সংগ্রামী জীবনী তুলে ধরেন, জাসদ স্হায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, সভাপতি জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটি রোকনুজ্জামান রোকন।
সোহাগ খানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুমারখালি উপজেলা জাসদ এর সাধারণ সম্পাদক এ্যাড.জয়দেব কুমার বিশ্বাস, কুমারখালি উপজেলা জাসদ সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী মহব্বত, খোকসা জাসদ নেতা আকবর আলী আকো, শ্রমিক নেতা তেজারত আলী তেজেন, খোকসা যুব নেতা বদিউজ্জামান দুর্জয়, মুন্সি তরিকুল ইসলাম সুজন,এসএম বাপ্পিসহ জাসদ ও যুব জোটের কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।