কুষ্টিয়ার খোকসায় বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতারা শান্তি সমাবেশ ও কর্মসূচি পালন করেছে।
আজ সোমবার (১৭ জুলাই) বিকেল ৪ টায় উপজেলা শিমুলিয়া ইউনিয়নের বিলজানি বাজার সংলগ্নে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ বাবু স্বপন কুমার ঘোষ, কুমারখালি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান, খোকসা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনছার আলী, খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক, খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেন, সাবেক খোকসা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জসীম উদ্দিন বিপ্লব, খোকসা উপজেলা ছাত্র লীগের সভাপতি শিমুল আহম্মেদ খানসহ জেলা ও উপজেলার মহিলা আওয়ামী লীগ, যুবলীগ,কৃষক লীগ, সেচ্ছা সেবকলীগ, ছাত্র লীগসহ সকল অংঙ্গ সহযোগি সংগঠনের নেতারা।
এ সময় অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী নেতাদের উদ্দেশে বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।
তাই জমাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়।