কুষ্টিয়া কুমারখালি তে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
কুষ্টিয়ার কুমারখালী আলাউদ্দিন নগর কালুরমোড় নামক স্হানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ও আরোহী মারাত্মক আহত হয়েছেন। বুধবার বেলা এগারটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত হয়েছেন চুয়াডাঙ্গা জেলার দর্শনার ঝাঝাডাঙ্গা গ্রামের সামছুল আলমের ছেলে শাহিন (৪৫)।
স্থানীয়রা জানান, বেলা এগারটার দিকে আলাউদ্দিন নগর কালুরমোড়ে নসিমন গাড়ির সাথে কুষ্টিয়া অভিমুখী মোটরসাইকেল এর সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল সহ চালক নসিমন গাড়ির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে চালক নিহত ও আরোহী মারাত্মক আহত হলে তাকে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানোর পর তার মৃত্যু হয়, নিহতের নাম ইকরামুল হক।
কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং নসিমন গাড়িটি আটক করা হয়েছে।