কুষ্টিয়া হরিশংকরপুর সাহাপাড়াতে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী মন্টু। স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকারী মন্টু মানসিক রোগে আক্রান্ত।
হত্যাকারী মন্টুর মা জানান, আমার ছেলের মাথায় সমস্যা ছিল।মাঝে মাঝে তার মাথার সমস্যা বেড়ে যায়।গত দুই দিন আগেও আমার ছেলে সুস্থ ছিল।হঠাৎ করেই তার মাথার সমস্যা বেড়ে যাওয়ায় আমার ছেলে ও ছেলের স্ত্রীকে রেখে আমার বোনের বাসায় টাকা আনতে যায় ছেলেকে ডাক্তার দেখানোর জন্য। সেখানে থাকা অবস্থায় আমি খবর পায় মন্টু তার স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে । খবর পেয়ে তৎক্ষনাৎ আমি বাড়ি চলে আসি। এসে প্রতিবেশিদের কাছে থেকে পুরো ঘটনা জানতে পারি।
প্রতিবেশী মন্জিল শেখ জানান, হত্যাকারী মন্টুর মাথার সমস্যা ৬ মাস পর পর বেড়ে যায়। গত দুইদিন তার মাথার সমস্যা আবারও দেখা দেয়। এখন কি জন্য মন্টু তার স্ত্রীকে হত্যা করেছে তা সঠিক ভাবে বলতে পারবো না।
এলাকাবাসী মন্টুকে ধরে পুলিশকে ফোন করলে তৎক্ষণাৎ পুলিশ এসে হত্যাকারী মন্টুকে আটক করে। হত্যাকারী মন্টু এখন পুলিশ হেফাজতে আছে।লাশ এবং লাশ মর্গে পাঠানো হয়েছে।